বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের বড় বড় তারকারা। তবে মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা প্রথমে উদ্বেগ প্রকাশ করলেও পরে প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে যান নিজের ছবি ‘ডাকু মহারাজ’-এর সাফল্যের দিকে।
উর্বশীর দাবি, তার ছবি এতটাই সাফল্য পেয়েছে যে বাবা-মা তাকে দামি উপহার দিয়েছেন। তবে সাইফের ঘটনার পর সেই উপহারগুলো ব্যবহার করতেও ভয় পাচ্ছেন তিনি। তার এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। অনেকে বলছেন, সাইফের ঘটনার চেয়ে তিনি তার হীরের আংটি প্রদর্শন করতেই বেশি ব্যস্ত ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী রাউতেলা বলেন, “সাইফের ওপর হামলা হয়েছিল মধ্যরাতে, আর আমাকে এ নিয়ে প্রশ্ন করা হয় সকাল ৮টার মধ্যে। তখনো আমি পুরো বিষয়টি হজমই করতে পারিনি। আমার আরও ভেবে-চিন্তে উত্তর দেওয়া উচিত ছিল।”
তিনি আরও জানান, ওই সময় তিনি সাইফের অবস্থা সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না। সকালে ঘুম থেকে ওঠার পরই ঘটনাটি শুনেছেন এবং পুরো ঘটনা তখনো তার জানা ছিল না।
উর্বশী বলেন, “সাক্ষাৎকারটি মূলত আমার ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে আয়োজন করা হয়েছিল। তাই আমি বারবার আমার ছবির প্রসঙ্গ তুলছিলাম। বাবা-মায়ের কাছ থেকে উপহার পেয়ে আমি বেশ উত্তেজিত ছিলাম, কারণ তারা আমার জন্য ভগবানের মতো।”
তিনি সাফাই গেয়ে বলেন, “আমি নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য কিছু বলিনি। তেমন হলে ছোট্ট ঘড়িটাও দেখাতাম না।”