1. news.baaztv@gmail.com : BaaZ TV : News Admin
  2. info@www.baaztv.online : BAAZ TV :
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

নাফ নদী থেকে ৪.৫ লাখ ইয়াবা উদ্ধার, বিজিবির কঠোর নজরদারি

বাজটিভি প্রতিবেদন
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিজিবি ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে সীমান্তের নাফ নদী ও আলিখাল এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। তবে, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। বিজিবি-২ এর আওতাভুক্ত বিআরএম-১১ পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে মেম্বার পোস্ট নামক সীমান্ত এলাকা দিয়ে তারা প্রবেশ করবে বলে তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত ‘ফুরানো রাডার’ এর মাধ্যমে সীমান্তে পাচারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরপর ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি থেকে দুটি দল মেম্বার পোস্ট এলাকায় অভিযানে নামে। অভিযানের সময় নাফ নদীর পাড়ে অবস্থানরত পাচারকারী দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজিবির ধাওয়ার মুখে পাচারকারীরা দুটি বস্তা ফেলে নাফ নদী সাঁতরে সীমান্তের অপরপ্রান্তে পালিয়ে যায়। অপরদিকে, কিছু পাচারকারী আলিখাল হয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং তাদের সঙ্গে থাকা বস্তাগুলো বিক্ষিপ্তভাবে ফেলে রেখে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, সারারাতের চেষ্টায় বিজিবির সদস্যরা প্যাকেটজাত মোট ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদক বহনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐁𝐀𝐀𝐙 𝐓𝐕 সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট