ঢালিউড অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গতকাল রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমনিকে গ্রেফতারের নির্দেশ দেন এবং তার সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনের আদেশ দেন।
আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর গণমাধ্যমে পরীমনি বলেন, “আপনারা সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন, সেটি দেখে আমি কষ্ট ভুলে গেছি। আপনাদের ভালোবাসার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি ন্যায়বিচার পাব বলে বিশ্বাস করি।”
২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমনি তার সহযোগীদের নিয়ে বোটক্লাবে প্রবেশ করেন এবং ক্লাবের সভাপতি নাসির উদ্দিনকে বিনামূল্যে অ্যালকোহল দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তিনি নাসিরকে গালমন্দ করেন এবং হত্যার হুমকি দিয়ে গ্লাস ও মোবাইল ছুঁড়ে মারেন, যাতে নাসির আঘাতপ্রাপ্ত হন।
এরপর ১৪ জুন পরীমনি নিজেই সাভার থানায় নাসির ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তবে তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
আইনজীবী আবুল কালাম মো. সোহেল জানান, পরীমনির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় চার্জশিট গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।
আদালত চার্জ গঠনের পাশাপাশি আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।