ঢাকার বিশেষ জজ আদালত খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৮ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন। আজ, ৩০ জানুয়ারি, বিশেষ জজ মুহাম্মদ আবু তাহের এই রায় দেন।
২০১৯ সালের ৬ আগস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ। অভিযোগে বলা হয়েছে, তিনি ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়।
২৩ জানুয়ারি আদালত মিজানুর রহমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রায় প্রদান করা হয় এবং তাকে আট বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।