বলিউডে ‘ধড়ক’ ছবির মাধ্যমে ২০১৮ সালে অভিষেক ঘটে জাহ্নবী কাপুরের। বলিউডে তার পা রাখার পর কেটে গেছে ছয় বছরের বেশি। আজ জাহ্নবী কাপুর শুধু শ্রীদেবীর মেয়ে নন, তিনি নিজেই বলিউডের এক পরিচিত মুখ।
মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়, আর তাই মেয়ে জাহ্নবীর মনে দক্ষিণ ভারতের সংস্কৃতির প্রভাব থাকা স্বাভাবিক। এ কারণেই নিজের বিয়ে নিয়ে তার রয়েছে বিশেষ এক ভাবনা, যা বলিউডি জাঁকজমক থেকে একেবারেই আলাদা।
সম্প্রতি বলিউড ট্রেড অ্যানালিস্ট এবং সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে একান্ত আলাপচারিতায় জাহ্নবী তার বিয়ে এবং ভবিষ্যৎ জীবন নিয়ে নিজের পরিকল্পনার কথা শেয়ার করেছেন।
জাহ্নবী জানিয়েছেন, তিনি তার বিয়ে তিরুপতির মন্দিরে সম্পন্ন করতে চান। জাঁকজমকপূর্ণ আয়োজন বা কোনো ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। বরং, নিজের পরিবারের সঙ্গে তিরুপতি এলাকায় এক সাধারণ জীবনযাপন করতে চান।
জাহ্নবীর স্বপ্ন একেবারে মনের মতো করে সাজানো। তার ইচ্ছা, বিয়ের পর তিন সন্তানের মা হবেন। প্রতিদিন পরিবারের সবাই একসঙ্গে কলাপাতায় খাবার খাবেন। কখনো মণিরত্নমের ছবির গান শুনবেন, কখনো স্বামীকে তেল মালিশ করে দেবেন। আর দিন শুরু ও শেষ হবে “গোবিন্দা গোবিন্দা” নাম জপ করে।
তবে শুধু তাই নয়, নিজের বিয়েতে জাহ্নবী কাঞ্জিভরম শাড়ি পরবেন বলেও জানিয়েছেন। দক্ষিণ ভারতের ঐতিহ্যের প্রতি এই ভালোবাসা দেখে বোঝাই যায়, শ্রীদেবীর মেয়ে জাহ্নবীও মায়ের মতোই সংস্কৃতিমনা।
এমন বিশেষ পরিকল্পনার কথা শোনার পর ভক্তরা ভাবছেন, বনি কাপুরের বাড়িতে কি খুব শিগগিরই বিয়ের সানাই বাজবে? যদিও এ নিয়ে এখনো কিছু জানাননি জাহ্নবী। তবে তার এই স্বপ্ন ভক্তদের মন ছুঁয়ে গেছে।