অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকার অনেকটা শিশুর মতো। ১০০–এর মধ্যে তুমি আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, ১০০–এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এই ধরনের আচরণে কেউ কাজ করতে পারবে না।’ তিনি আরও যোগ করেন, ‘আমি অনেক গালমন্দ খাচ্ছি, ভ্যাট বাড়ালাম কেন?’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত কাস্টমস দিবসের এক অনুষ্ঠানে ২৬ জানুয়ারি তিনি এসব মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, ‘বাজারে সব কিছু একসঙ্গে বেড়ে যাবে, এমনটা পৃথিবীর কোনো দেশে হয় না। আবার সব কিছু একসঙ্গে কমে যাবে, তাও আশা করা যায় না।’ তিনি স্বীকার করেন যে, চালের দাম অনেক বেড়ে গেছে, তবে এটাও জানানো হয়েছে যে, জনগণ এর কষ্ট অনুভব করছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সব কিছু খারাপ, সব কিছু ভালো। মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, কিন্তু চালের দাম বেড়ে গেছে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘ভেতরের কাহিনি সব সময় প্রকাশ করা হয় না। ভালো কাজে উৎসাহ দিতে হবে, খারাপ কাজে সমালোচনা করা উচিত। এমনকি বড় প্রকল্পগুলোর বাস্তবায়নেও সমস্যা থাকে।’ তিনি উদাহরণ হিসেবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর প্রকল্পের কথা উল্লেখ করেন, যা বাস্তবায়ন করতে ৬ বছর লেগেছে।