1. news.baaztv@gmail.com : BaaZ TV : News Admin
  2. info@www.baaztv.online : BAAZ TV :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

শাকিবের সঙ্গে আলিঙ্গনরত পরীমনি, কীসের ইঙ্গিত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

বহু বছর আগে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী পরীমনি। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় এ অভিনেতা-অভিনেত্রীর।

সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে দেখা হলো শাকিব খান ও পরীমনির। সেই অনুষ্ঠানে বাংলাদেশের বহু তারকাই উপস্থিত ছিলেন। কিন্তু তাদের সবার মধ্যে নজর কাড়েন শাকিব ও পরীমনি। তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে— পরীমনি গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে প্রবেশ করছেন। এমন সময় শাকিবের সঙ্গে দেখা হয় তার। দেখামাত্রই একে অপরকে আলিঙ্গন করেন।

বাংলার কিং খানের সঙ্গে ক্যামেরাবন্দি পরীমনি। আলিঙ্গনরত অবস্থায় আবেগতাড়িত হলেন নায়িকা। তবে কি নতুন কোনো প্রেমের ইঙ্গিত?

দুজনেই বাংলাদেশে আলোচিত। একজন ঢালিউড সিনেমার ‘কিং খান’। তাকে বাংলার কিং খান বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। অন্যজন ঢালিউডের বিতর্কিত ও আলোচিত অভিনেত্রী পরীমনি। দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের। এবার তারা একসঙ্গে।

দিন কয়েক আগে পরীমনি নিজেই জানিয়েছিলেন— প্রেম করছেন তিনি। চলন্ত গাড়ির অন্দরে হাতের ওপর অন্য একটি পুরুষের হাতের ছবি দিয়ে প্রেমে পড়ার কথা জানান অভিনেত্রী। যদিও একদিন বাদে অভিনেত্রী নিজেই বলেন, গোটাটাই মজা করছিলেন, আসলে তেমন কিছু না। কিন্তু এবার শাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন পরীমনি। আবেগতাড়িত হলেন নায়িকা।

আলিঙ্গনরত অবস্থায় বেশ আবেগতাড়িত দেখাচ্ছিল পরীমনিকে। যে কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তাদের একসঙ্গে দেখে অনেকেই আবার দুজনকে জুটিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আবার কখনো শাকিবের সঙ্গে পরীমনিকে জুটি বাঁধতে দেখা যাবে কিনা, তা সময়ই বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐁𝐀𝐀𝐙 𝐓𝐕 সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট