বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেশের রেল যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীদের এই সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সেবা চালু করেছে রেলপথ মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট দিয়েই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় ফিরতিও যাত্রার জন্য এই বাস সেবা ব্যবহার করা যাবে।
এই বিকল্প বাস সার্ভিস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের ভোগান্তি লাঘবেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার) মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসনের দাবিতে কর্মবিরতিতে গেছেন। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার রাত ১২টার পর থেকে শিডিউলে থাকা কোনো ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যায়নি। ফলে সারা দেশে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
রেলের এই অচলাবস্থার কারণে দীর্ঘপথের যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তবে বিআরটিসি বাসের বিকল্প সেবা কিছুটা হলেও যাত্রীদের ভোগান্তি লাঘব করবে।