সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। এর ফলে এখন থেকে বিদেশিরা এই দুটি শহরে সম্পত্তি কিনতে এবং বিনিয়োগ করতে পারবেন। সোমবার (২৭ মার্চ) এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ও মিডল ইস্ট নিউজ।
সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট অথরিটির তথ্য অনুযায়ী, বিদেশিদের শেয়ার কেনার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রকল্পে বিনিয়োগ, যন্ত্রপাতি আনা এবং সম্পত্তি কেনার ক্ষেত্রেও অনুমোদন দেওয়া হবে।
হজ ও ওমরার কারণে মক্কা ও মদিনা মুসলিম বিশ্বের কাছে অন্যতম আকর্ষণের স্থান। এতদিন এই শহরগুলোতে বিদেশি সংস্থা বা ব্যক্তি বিনিয়োগ করতে পারতেন না। তবে তেলনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আর্থিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে সৌদি সরকার নতুন এই সিদ্ধান্ত নিয়েছে।
যদিও বিদেশি বিনিয়োগকারীদের জন্য কিছু সীমাবদ্ধতা থাকবে।
এর আগে, সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) সিইও আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছিলেন, বিদেশিদের সম্পত্তি কেনার বিষয়ে একটি নতুন আইন পর্যালোচনা করা হচ্ছে। এই আইন বাস্তবায়িত হলে মক্কা, মদিনাসহ দেশটির যেকোনো এলাকায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার পরিকল্পনা করছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে মক্কা ও মদিনায় আরও উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।