ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাইমিনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোহাইমিনুল।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার চরশিহারী এলাকার মোহাইমিনুলের বাড়ির দেয়ালে লাল কালি দিয়ে লেখা হয়, ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হও’। তবে কে বা কারা এই হুমকির বার্তা লিখেছে, তা জানা যায়নি। এ ঘটনার পর থেকে মোহাইমিনুল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মোহাইমিনুল ইসলাম বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেছি এবং পরবর্তীতে থানায় একটি জিডি করেছি। আমি ও আমার পরিবার আতঙ্কে রয়েছি।’