বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের গবেষকরা বিনাচাষ (জিরো টিলেজ) পদ্ধতিতে আলু উৎপাদনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। গবেষণার ফলাফল অনুযায়ী, বিনাচাষে আলুর ফলন প্রচলিত চাষ পদ্ধতির চেয়ে হেক্টরপ্রতি ২ টন বেশি।
এছাড়া, এই পদ্ধতিতে আলু চাষ করার ফলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও কমে আসে, যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক হবে।
গবেষকরা জানান, তারা দুই মৌসুম ধরে আলুর চাষ পদ্ধতি ও সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার ওপর গবেষণা করেছেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে চলমান এই গবেষণায় আলু উৎপাদনের জন্য তিনটি পদ্ধতি পরীক্ষণ করা হয়েছে— একটিতে বিনাচাষ ও শতভাগ রাসায়নিক সার প্রয়োগ, আরেকটিতে প্রচলিত চাষ ও শতভাগ রাসায়নিক সার প্রয়োগ, এবং অন্যটিতে বিনাচাষ ও শতভাগ জৈবসার প্রয়োগ।
গবেষণার প্রথম মৌসুমে দেখা গেছে, বিনাচাষ পদ্ধতিতে ফলন অন্যান্য পদ্ধতির তুলনায় ২ টন বেশি। বর্তমানে দ্বিতীয় মৌসুমের ফলন মাঠে রয়েছে এবং গবেষকরা আশা করছেন, এবারও বিনাচাষ পদ্ধতিতে ফলন আরও বৃদ্ধি পাবে।
এই গবেষণা বাংলাদেশের কৃষিতে পরিবেশবান্ধব ও উন্নত উৎপাদন পদ্ধতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।