অক্ষয় কুমারের নতুন অ্যাকশনধর্মী সিনেমা "স্কাই ফোর্স", ধীরে ধীরে বক্স অফিসে শক্ত অবস্থান গড়ে তুলছে। নবাগত অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে এই চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করছে। বিশেষত, প্রজাতন্ত্র দিবসের ছুটির দিনে ছবিটি চমৎকার আয় ধরে রাখতে পেরেছে।
প্রথম দিনে সিনেমাটি ১২.২৫ কোটি টাকা আয় করেছিল, যা তুলনামূলকভাবে কম ছিল। তবে দ্বিতীয় দিনে এর আয় বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি টাকায়। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, রবিবার আরও বড় অঙ্কের আয় করেছে সিনেমাটি—২৭.৫০ কোটি টাকা। অর্থাৎ, উদ্বোধনী সপ্তাহান্তে 'স্কাই ফোর্স' মোট ৬১.৭৫ কোটি টাকা আয় করেছে। যদিও নির্মাতারা দাবি করছেন, দুই দিনে আয় ৪০ কোটি এবং সপ্তাহান্তে ৭০ কোটির বেশি হতে পারে।
বিশ্বব্যাপী বাজারেও ছবিটি ভালো সাড়া ফেলেছে। প্রথম দুই দিনে আন্তর্জাতিকভাবে ছয় লাখ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা আয় করেছে। যদিও অক্ষয়ের সিনেমার মূল দর্শক ভারতেই বেশি, তবুও বিশ্বব্যাপী ভালো প্রতিক্রিয়া মিলছে।
সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে দর্শকদের প্রশংসা নজরে পড়ার মতো। অক্ষয়ের দেশপ্রেমের গল্প কি তার ক্যারিয়ারের নতুন মোড় আনবে, সেটাই দেখার বিষয়।
অভিষেক অনিল কাপুর ও সন্দীপ কেওলানি পরিচালিত 'স্কাই ফোর্স' ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং শরদ কেলকার। এছাড়াও বিশেষ ক্যামিও চরিত্রে আছেন নিমরত কৌর।