৭৬তম প্রজাতন্ত্র দিবসে বলিউড সুপারস্টার শাহরুখ খান জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিজ্ঞার ছবি শেয়ার করেছেন। সাদা শার্ট এবং কালো সানগ্লাস পরিহিত কিং খান ছবি পোস্ট করে নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন— "চলুন, আমরা সবাই মিলে এমন এক দেশ গড়ে তুলি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গর্বের বিষয় হয়ে থাকবে। সংবিধানের মূল্যবোধকে সম্মান জানিয়ে মাথা উঁচু রাখি। জয় হিন্দ।"
শাহরুখের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়েছে, এবং ভক্তরা তাঁর দেশপ্রেমের বার্তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর মোনোলগেও তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেছিলেন, যা তরুণ প্রজন্মের মধ্যে বিপুল সাড়া ফেলেছিল।
শুধু শাহরুখ নন, প্রজাতন্ত্র দিবসে প্রিয়াংকা চোপড়া, অক্ষয় কুমার, আনুশকা শর্মা, আলিয়া ভাটসহ আরও অনেক বলিউড তারকা দেশপ্রেমের বার্তা শেয়ার করেছেন। কিং খানের এই পোস্ট নিঃসন্দেহে প্রজাতন্ত্র দিবসে সবার জন্য অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।