গায়ক শেখ সাদী ও অভিনেত্রী পরীমনির মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, বিশেষ করে যখন সাদী ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিনদার হয়ে সামনে আসেন। পরীমনি তার ফেসবুক ওয়ালে একাধিক পোস্ট দিয়ে এই গায়ককে শুভেচ্ছা জানানোয় গুঞ্জন আরও বাড়ে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) পরীমনি আবারও শেখ সাদীকে নিয়ে পোস্ট করেন। গায়কের নতুন গান ‘কুফা’-র জন্য শুভকামনা জানিয়ে তার পোস্টার শেয়ার করেন তিনি। ক্যাপশনে আত্মবিশ্বাসের সঙ্গে লিখেন, “সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে!”
এর আগেও এক পোস্টে পরীমনি লেখেন, “পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…” যা তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনার জন্ম দেয়।
পরীমনির শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যায়, তার ছেলে রাজ্যের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শেখ সাদী। যা দেখে অনেকেই ধারণা করছেন, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এই গুঞ্জনের ব্যাপারে শেখ সাদী স্পষ্টভাবে বলেন, “পরীমনির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের ভালো বোঝাপড়া আছে। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান, তিনিও আমাদের বাসায় আসেন। এর বাইরে প্রেমের কোনো সম্পর্ক নেই।”
শেখ সাদীর জামিনদার হওয়া নিয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, “আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে যেতে পারিনি। আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে শুভাকাঙ্ক্ষীরা সাহস জোগায়। শেখ সাদীও আমার সহকর্মী হিসেবে পাশে ছিল। আইনজীবীর কথামতো একজন স্থানীয় জামিনদার প্রয়োজন হলে, সাদী স্বাক্ষর করে।”
পরীমনি ও শেখ সাদীর সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? এ প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু!