বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ অনুযায়ী, দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, যেখানে দারিদ্র্যের হার ৫৪.৪%। জেলার মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র্য ডাসার উপজেলায়—যার হার ৬৩.২%। অন্য উপজেলাগুলোতেও দারিদ্র্যের হার ৫০% এর নিচে নামেনি।
২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপে দেখা গেছে, গ্রাম এলাকায় দারিদ্র্য সামান্য কমেছে, কিন্তু শহর এলাকায় বেড়েছে।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী থানা ঢাকা মহানগরের পল্টন। জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী।
প্রতিবেদন প্রকাশনার মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান সিমোন লসন পার্চমেন্ট। সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মিজানুর রহমান।
বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা, গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।