দীর্ঘ পাঁচ বছর পর চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) চীনে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উন ওয়েইডংয়ের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, ২০২০ সালের মে মাসে কোভিড-১৯ মহামারির কারণে কৈলাস–মানস সরোবর যাত্রা ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়েছিল। সেই সময়ের পর, পূর্ব লাদাখে গলওয়ান সংঘর্ষের পর দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে আড়ষ্টতা সৃষ্টি হয়েছিল। তবে, সম্প্রতি দুই দেশ সীমান্ত উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়েছে এবং সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, যা পররাষ্ট্রসচিবের এই চীন সফরে স্পষ্ট হয়েছে।
বৈঠকের পর, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ এবং সংঘাত থেকে সরে আসুক, কারণ দুই দেশের সম্পর্ক জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত। গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকেও এই সম্পর্কের স্থিতাবস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছিল।
এখন, দুই দেশের সম্পর্কের উন্নতি নিশ্চিত করতে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাক্ষাৎ হয়েছে।