1. news.baaztv@gmail.com : BaaZ TV : News Admin
  2. info@www.baaztv.online : BAAZ TV :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

চলচ্চিত্রে কাজ করা নিয়ে যা বললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
ছবিঃ কেয়া পায়েল

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কিছুদিন আগে অবকাশযাপনে বিদেশ গিয়েছিলেন। সম্প্রতি ফিরেছেন দেশে। এসেই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কাজ করছেন একাধিক নাটকে। এর মধ্যে একটি নাটক ‘দ্বিধা’। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘নাটকটির গল্প অনেক ভালো। শুটিংয়ে অনেক সময় দিয়েছি যেন কাজটি ভালো হয়। গল্পটিকে যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সে চেষ্টাই করা হয়েছে। নাটকটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা রয়েছে।’

এদিকে ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটকের ব্যস্ততা বেড়েছে এ অভিনেত্রীর। এছাড়া সিনেমা নিয়েও ভাবনা রয়েছে তার। ২০১৯ সালে ‘ইন্দুবালা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এরপর আর সিনেমা করেননি। নাটকেই থিতু হয়েছেন। এবার জানালেন সিনেমা করার কথা। কেয়া পায়েল বলেন, ‘সিনেমা করব না এটা কখনোই বলিনি। ভালো গল্প ও চিত্রনাট্য পেলে কাজ করব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐁𝐀𝐀𝐙 𝐓𝐕 সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট