ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত ২ হাজার ৪০০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘের শীর্ষস্থানীয় ত্রাণবিষয়ক কর্মকর্তা মুহান্নাদ হাদি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনেই তিন নারী ইসরায়লি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন ছয়শ’রও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার কথা ছিল। তবে গাজায় এই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ট্রাক প্রবেশ করেছে, যার ফলে এখন পর্যন্ত ২ হাজার ৪০০টিরও বেশি ট্রাক গাজায় প্রবেশ করেছে।
মুহান্নাদ হাদি জানিয়েছেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলার কোনো স্পষ্ট সমস্যা দেখা যায়নি। তবে, তিনি উল্লেখ করেছেন যে গত তিন দিনে ছোটখাটো লুটপাটের ঘটনা ঘটেছে, তবে “আগের মতো নয়”। তিনি আরও বলেছেন, এটি সংঘবদ্ধ অপরাধ নয়; খাবারের ঝুড়ি নেওয়ার জন্য শিশুরা কিছু ট্রাকে ঝাঁপিয়ে পড়েছিল, এবং কিছু লোক বোতলজাত পানি নেওয়ার চেষ্টা করছিল।
তিনি আশা প্রকাশ করেছেন যে, কয়েক দিনের মধ্যে গাজার মানুষ বুঝতে পারবে যে তাদের জন্য পর্যাপ্ত সাহায্য থাকবে, এবং তখন এসব ঘটনা কমে যাবে।