বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে একসময় শোনা গিয়েছিল ক্রিকেটার উইকেটরক্ষক ঋষভ পান্তের সম্পর্ক রয়েছে। তবে দুজনের কেউই এটি কখনো স্বীকার করেননি। যদিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাকযুদ্ধে জড়িয়েছেন তারা। তবে ঋষভ পান্ত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর, উর্বশীর মা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং অভিনেত্রীও তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।
উর্বশী রাউতেলার প্রেম নিয়ে নানা গুঞ্জন থাকলেও ঋষভ ছাড়া অন্য কারও সঙ্গে তার নাম জড়ায়নি। তবে অভিনেত্রীর বিয়ের ইচ্ছে থাকলেও বর্তমানে তিনি তা করতে পারছেন না। কারণ, জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী উর্বশী জানিয়েছেন, তার জীবনে বর্তমানে 'কাটনি যোগ' চলছে। এই সময় বিয়ে করা উচিত নয় বলে তিনি মনে করেন।
এ মুহূর্তে উর্বশী তার নতুন ছবি 'ডাকু মহারাজ'-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট—সব জায়গায় তিনি কেবল নিজের ছবির প্রচারেই মনোযোগী। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে তিনি বলেন, "আগামী আড়াই বছর বিয়ে করতে পারবো না, কারণ আমার 'কাটনি যোগ' চলছে।" তার এই মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি হলেও অভিনেত্রী এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না।